অনলাইন ডেস্ক ।। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের দেয়া পদত্যাগ পত্র জমা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। করোনা সংক্রমণের শুরু থেকেই নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যর্থতার পাশাপাশি কেনাকাটা ও নিয়োগে সীমাহীন অনিয়ম-দুর্নীতি সামাল দিতে না পারাসহ নানা অব্যবস্থাপনার দায়ে ডা. আজাদকে নিয়ে সরকারি মহলসহ দেশব্যাপী সমালোচনা চলছিলো। বিভিন্ন হাসপাতালে নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের বিষয়টি খোদ প্রধানমন্ত্রীকেও অবহিত করেন চিকিৎসকরা।
এদিকে, বুধবার সচিবালয়ে সংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি নিয়োগের ব্যাপারে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নেয়া হবে।
0 Comments