অনলাইন ডেস্ক ।। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিনকে জিজ্ঞাসাকবাদ করেছে দুর্নীতি কমিশন (দুদক)। বুধবার সকালে তারা দুদকে হাজির হন।
কুয়েতে দণ্ডপ্রাপ্ত পাপুলের অবর্তমানে এ জিজ্ঞাসাবাদের ওপর নির্ভর করছে অবৈধ সম্পদ অর্জনে দুদকের অনুসন্ধান। দুদকের তলবী নোটিশের প্রেক্ষিতে সকালে দুদকে হাজির হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা।
তবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পাপুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা পুরোটাই ষড়যন্ত্র এমন দাবি করেছেন পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম।
এর আগে ১৭ জুন অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এমপি পাপুল, স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক। এমপি পাপুল,তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র তলব করা হয়।
0 Comments