অনলাইন ডেস্ক ॥ শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগে পাঁচ হাজার গাছের চারা রোপনের টার্গেট নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস চত্বরে আয়োজিত ফলজ, ঔষধি এবং সৌন্দযর্ বর্ধক বৃক্ষসহ ফুল গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন,পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী/দুই আব্দুর রহিম ,কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সরোয়ার উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন উদ্বোধনকালে প্রধান অতিথি আসাদুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন শুরু করা হলো। পাকশী রেলওয়ের অফিসার্স কলোনী এলাকা, অফিস এলাকা,রেলওয়ের স্টেশন এলাকা এবং সকল ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হবে। ভবিষ্যতে রেলওয়ের কোন ফাঁকা জমি পতিত থাকবেনা। সকল পতিত জমিতেই বৃক্ষ রোপন করা হবে।
0 Comments