এস এম রাজা।। গত বুধবার সকালে ঈশ্বরদীর পাকশী সাঁকোর মুখে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ দুইজন চোরকে আটক করেছে পুলিশ। এরা হলো ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেজান নগরের নুর আলম গাজীর ছেলে সোয়ান গাজী (২৫) ও একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের ইমরুল কায়েস এর ছেলে মাহিন বিশ্বাস (১৭)। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ সঙ্গীয় ফোর্সসহ ৮০ সিসি ডায়া মোটরসাইকেলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধারসহ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত 8 জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে এই মোটরসাইকেল (নম্বরঃ পাবনা - হ- ১৪-৭৯০৫) চুরি হয়। এব্যাপারে ঈশ্বরদী থানায় মটর সাইকেলের মালিক পাকশী ইউনিয়নের বাঘইল হেমায়েত পাড়ার নায়েব আলী বিশ্বাসের ছেলে হাসেম আলী বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
0 Comments