অনলাইন ডেস্ক ।। কৃষ্ণসাগরে ৩২ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেলো তুরস্ক। তুরস্কের ইতিহাসে প্রাকৃতিক গ্যাসের এটি সবচেয়ে বড় মজুদ বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানান তুর্কি প্রেসিডেন্ট নিজে।
প্রেসিডেন্ট বলেন, গ্যাসের প্রকৃত মজুদের পরিমাণ হতে পারে আরও অনেক বেশি। এরই মধ্যে, এই স্তরের নিচেই সাড়ে ৩ হাজার মিটার গভীরে সন্ধান মিলেছে আরও দু’টো স্তরের। চলছে বিস্তারিত গবেষণা।
এদিকে ২০২৩ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এ গ্যাস উত্তোলন শুরুর পরিকল্পনা করছে আঙ্কারা। এর মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেলের ওপর তুরস্কের অর্থনৈতিক নির্ভরতা অনেকটা কমে আসবে বলে আশা তুর্কি সরকারের। কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে এবং তুর্কি উপকূলের ১শ’ নটিক্যাল মাইল উত্তরে টুনা-১ জোনে জুলাইয়ে অনুসন্ধান শুরু করে ফাতিহ নামের একটি ড্রিলিং জাহাজ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, কৃষ্ণসাগরে এযাবৎকালের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পেয়েছে তুরস্ক। এর ফলে অঞ্চলটিতে আরও বিস্তর অনুসন্ধানের পথ খুলে গেলো। সৃষ্টিকর্তা চাইলে এই মজুদের মাধ্যমে আরও অনেক বড় উৎসের খোঁজ মিলতে পারে।
0 Comments