স্টাফ রিপোর্টার ্ন। । বিএনপির দলীয় প্রার্থী করা হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে ঘোষনা দিয়েছেন সাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী। গতকাল বিকেলে মাদ্রাসা মাঠ থেকে মোটর সাইকেল শোভা যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিজয়ের সম্ভাবনার কথা ঘোষনা দেন। এসময় বিএনপি আলম মোল্লা,বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী ও মিজানসহ অন্যরা বক্তব্য দেন। পরে আক্কাস আলীর নেতৃত্বে সাড়া ইউনিয়নে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা বের করা হয়।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঈশ^রদীর সাড়া ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী নানা কর্মসুচির মধ্য দিয়ে নির্বাচনী মাঠ জমানোর চেষ্টা করছেন। তিনি প্রতিদিন গণসংযোগ থেকে শুরু করে উঠোন বৈঠক ও মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে নিজেকে দলের চুড়ান্ত প্রার্থী হিসেবে জানান দিয়েছেন।
0 Comments