ক্যাপশন: অতিথিসহ এলাকাবাসী বিশেষ মোনাজাতে অংশ নেন।
আমাদের সংবাদদাতা,ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার সকালে ঈশ^রদীর নিকটস্থ আটঘরিয়া কচুয়ারামপুর মধ্য পাড়ায় পাঁচতলা বিশিষ্ট বায়তুল আমান জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,আওয়ামীলীগ নেতা ও মাছ পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,অধ্যক্ষ একেএম নাজমুল হক,হোসেন আলি মাস্টার,ইউসুফ আলী মেম্বর,প্রধান শিক্ষক আরিফুল ইসলাম খান ও প্রভাষক নুর মোহাম্মদ খোকন। জমি দাতা আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রভাষক নূর মোহাম্মদ খোকন,মওলানা মোহাম্মদ আলী,আলহাজ¦ আমজাদ আলী,আবুল হাসেম,আলহাজ¦ আকবর আলীসহ অন্যরা। পরে ফিতা কেটে,বিশেষ মোনাজাত ও বুনিয়াতে মসল্লা দিয়ে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।#
0 Comments