স্টাফ রিপোর্ট ার,্ঙ্গঈশ্লবরদ বার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকস্মিক অভিযান চালিয়ে ঈশ্বরদী বাজারের আকবরের মোড়ের শিশির ফার্মেসী, কলেজ রোডের মোল্লা ফার্মেসী ও আজিজ ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাাবলেট, ইজিয়াম ট্যাবলেট, ইজিয়াম ইঞ্জেকশন, ব্রোমাজিপাম ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার করে। একই সাথে ঐসব ফার্মেসীর স্বত্বাধিকারী আহাদ আলী, আমিনুল ইসলাম মোল্লা ও শামীম আহম্মেদ জুয়েলকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে জেল ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ^রদীর পরিদর্শক সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের সিডিউলভূক্ত ওষুধের বাইরে লাইসেন্স ব্যতিরেকে এসব ওষুধ মাদকসেবীদের কাছে নেশাদ্রব্য হিসেবে বিক্রির অভিযোগ ছিল। মাত্র ৫ টাকা দামের ট্যাপেন্টা ডল ট্যাবলেট মাদকসেবীদের কাছে ৩০-৩৫ টাকায় বিক্রি করা হতো।#
মানুষ বাজারসহ সকলস্থানে স্বাভাবিকভাবে চলাচল করছেন
স্টাফ রিপোর্টার, ।। করোনা থেকে দেশবাসীকে বাঁচাতে অব্যাহত ভাবে লকডাউন চলাকালেও ঈশ^রদীর মানুষ বাজারসহ সকলস্থানে স্বাভাবিকভাবে চলাচল করছেন। বেশরিভাগ মানুষ লকডাউনের নির্দেশনাকে অমান্য করে সকল ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তার উপর তারা দৈনন্দিন কাজে নিয়মিত ব্যবহার করছেন প্রাইভেটকার,অটো,সিএনজি ও হোন্ডাসহ নানা প্রকার যানবাহন। এতে প্রতিদিন শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হয়ে রোজাদার ঈশ^রদীবাসীদের ভোগান্তি ও স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে । এসব সমস্যা থেকে ঈশ^রদীবাসীদের রক্ষার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাঁড়াসি অভিযান ও চেকিং প্রগ্রাম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সার্জেন্ট মোঃ আবু হাসান ও সার্জেন্ট মোঃ আহসান হাবীব শহরের বাজার রোডের রেলগেট ও ফকিরের বটতলায় চেকপোস্ট বসিয়ে সাঁড়াসি অভিযান পরিচালনা করেন। এতে হেলমেট বিহীন হোন্ডা চালক,অবৈধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে হোন্ডার উপর চার শতাধিক মামলা ও জরিমানা আদায় এবং ডিজিটাল আইনে ১৬০ টি ও এনালগে ২০০টিরও বেশী মামলা করা হয়েছে। এদিকে চলমান রোজা ও লকডাউনের মধ্যে অসহনীয় যানজট দূরীকরণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতেট্রাফিক পুলিশের এ কর্মকান্ডকে ঈশ^রদীবাসী সাধুবাদ জানিয়েছেন।#
0 Comments