ক্যাপশন ॥ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধি ভিক্ষুক মিলনকে হত্যার চার দিনের ব্যবধানে ঈশ^রদী থানা পুলিশ চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় ঈশ্বরদী থানায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানা পুলিশের পক্ষ থেকে থানার অফিস কক্ষে আয়োজিত এই প্রেসব্রিফিংএ বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন,পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ভিক্ষার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার পর প্রতিবন্ধি ভিক্ষুক মিলনকে গত চব্বিশ জুন রাতে ঈশ্বরদী র আওতা পাড়ার মানিক প্রামানিকের ঘরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। এর পর পুলিশ চ্যালেঞ্জ করে ভিকটিমের নাম পরিচয় উদ্ধার ও হত্যা রহস্য ্উদঘাটন করে । পরে আসামি জাহিদুল ও নিরঞ্জনসহ চারজনকে উল্লাহ পাড়া ও ঈশ্বরদী
ঈশ্বরদীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবীর ও ওসি তদন্ত হাদিউল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে থানা পুলিশের পক্ষ থেকে রেলগেট এলাকায় মাস্ক বিহিন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
0 Comments