ক্যাপশন ॥ লকডাউন চলাকালে ঈশ্ববরদীর চিত্র।
স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবারেও ঈশ্ববরদীতে সরকারী নির্দেশনা মানাতে আইন শৃংখলা বাহিনী,পুলিশ,বিজিবি ও সেনা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। পাবনার এসপি মহিবুল ইসলাম খান,অতিরিক্ত এসপি ফিরোজ কবীর,উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস,এসিল্যান্ড মমতাজ মহল ও ওসি আসাদুজ্জামানকেও বিভিন্ন এলাকায় তৎপর থাকতে দেখা গেছে। নির্দেশনা অমান্য করায় ঈশ্ববরদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। লকডাউনের অবস্থা সম্পর্কে ঈশ্ববরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস সাংবাদিকদের জানান,যারা সরকারী নির্দেশনা মতে লকডাউন মানছেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধ করায় গত তিন দিনে ১২ জনকে অর্থ দন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু আজকে শনিবার নয় জনকে অর্থ দন্ড করা হয়েছে। স্বাস্থ্য বিঝাগ সূত্রে জানাগেছে,গত তিন দিনে ঈশ্ববরদীতে ৪৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে আজ শনিবার সনাক্ত হয়েছে ১১৫ জনের।জনমনে আতংক দেখা দিয়েছে।
0 Comments