স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বুধবার মধ্য রাতে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর ইরকোন গেট এর নিকটস্থ আশরাফুলের নিজ বাড়িতে রহস্যজনক ভাবে গৃহবধূ মেঘলার মরদেহ পাওয়া গেছে। কেউ বলছেন,মেঘলাকে তার স্বামী আশিক হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে পালিয়ে গেছে । আবার কেউ বলছেন পারিবারিক দ্বন্দের কারণে সে আত্ন হত্যা করেছে। এ ঘাটনার পর রাত থেকেই মেঘলার স্বামী আকাশ পলাতক রয়েছে। বিয়ের পর থেকেই আশিক ও মেঘলার মধ্যে দ্বন্দ¦ চলে আসছিল। ঘটনার রাতেও তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ অবস্থায় রাত এগারোটায় দুজনেই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে মেঘলাকে সিলিং ফ্যানে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পাকশী সিবিলহাট এলাকার হাফিজুর রহমানের মেয়ে। হাফিজুর রহমানের পরিবারের অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছ। আশিক পরিবারের দাবি সে সিলিং ফ্যানে ওড়না জড়িয়ে আতœহত্যা করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্টের পর হত্যা নাকি আতœহত্যা তা জানা যাবে।#
0 Comments