ক্যাপশন ॥ সড়ক দূর্ঢ়টনায় দুমড়েমুচড়ে যাওয়া হোন্ডা-হাইয়েচ ও নিহত ব্যক্তিরা।
রাসেল তালুকদার।।ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও হাইয়েচ এর মূখোমূখি সংঘর্ষে মোটর সাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় দ্রুতগতি সম্পন্ন একটি হাইয়েচ রুপপুর পরমাণু প্রকল্প থেকে ঈশ্বরদী অভিমুখে আসার সময় শিমুল উল্লেখিতস্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতিসম্পন্ন হোন্ডাটির মুখোমুখি সংর্ঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে দু’জন এবং ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ঈশ্বরদীর রূপপুর মোড়ের লালনের পুত্র ইব্রাহিম (২৫), জহুরুলের পুত্র জয় (২৬) ও নরসিংদী জেলার কোচের চর থানার মনোহরদি গ্রামের মুজিবুর রহমানের ছেলে ইমন(২৫) । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াল্ডের কর্মচারী ছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ নিহতদের প্যান্টের পকেট চেকিং করে নিহত জয়ের পকেট থেকে দপুড়িয়া গাঁজা উদ্ধার করে।#
0 Comments