ঈশ্বরদী প্রতিনিধি ॥ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর আনন্দ বাজারের নিকট পাওয়ার টিলার উল্টে হেলপার ইমন আলী (৫০) নিহত হয়েছে। সে পাকশী ইউনিয়নের দিযার বাঘইল এলাকার আন্টু প্রামানিকের ছেলে। ছিলিমপুর এলাকা থেকে দাশুড়িয়া অভিমুখে যাওয়ার সময় পাওয়ার টিলারের চাকা ভাঙ্গা সড়কের গর্তে পড়ে উল্টে পড়ে। এসময় সে পাওয়ার টিলারের নীচে চাপা পড়ে নিহত হয়।#
ক্যাপশন ॥ ঈশ্বরদীর আনন্দ বাজারের নিকট সড়ক দূর্ঘটনায় নিহত ইমন।
0 Comments