আশরাফুল আবেদীন / এড.হেদায়েত উল হক॥ ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী শ্যামল পালের শ্যামল স্টোরের গুদাম থেকে ১৮ হাজার ২’শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করে মাত্র বিশ হাজার টাকা জরিমানা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে যোগসাযশ ও অর্থ লেনদেনের সুসম্পর্ক থাকার অভিযোগ করা হয়েছে। বুধবার ঈশ্বরদী বাজারের সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহল থেকে সাংবাদিকদের কাছে দেওয়া অভিযোগ সূত্রে ্এই তথ্য জানাগেছে।
সূত্রমতে,গত মঙ্গলবার ১০ মে দুপুরে ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী শ্যামল পালের শ্যামল স্টোরের গুদামে অভিযান চালিয়ে ১৮ হাজার ২’শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দের পর শ্যামল পালের শ্যামল স্টোরের নামে মাত্র বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ঈশ্বরদীবাজারের সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হলে সাংবাদিকদের নিকট অভিযোগ করা হয়। একইভাবে বুধবার সুজানগরে একই বিভাগের একই কর্মকর্তা অভিযান চালিয়ে ৩১”শ ৩৭ লিটার ভোজ্যতেল জব্দ করে ১ লাখ টাকা জরিমানা করায় ঈশ্বরদী বাজারের ঐসব সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ।
এসব অভিযোগের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা সহকারী পরিচালক জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,জব্দ করার পর উপস্থিত সময়ে জুডিশিয়াল মাইন্ডে যেটা মনে হয় সেটাই জরিমানা করা হয়। এখানে জনগনের অনেক ধরনের মতামত থাকতে পারে। ঘটনাস্থলে অনেক মিডিয়া কর্মী ও সুশীল সমাজের সামনেই জব্দ ও জরিমানা করা হয়েছে,এটা নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। তবে জনগণ এটা বলতেই পারে যে,আরো বেশী জরিমানা করতে পারতো। #
0 Comments