ক্যাপশন ॥ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম।
ক্যাপশন ॥ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না।
স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদীর ভাড়ইমারী মাথাল পাড়ায় দু’দিনব্যাপী ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রয়াত সেমাজ সেবক শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না।
শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজ সেবক মজিবর রহমান ও বিশিষ্ট রাজনীতিক শহিদ সরদার। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দৌড় প্রতিযোগিতাসহ এলাকার বিভিন্ন বয়সী শিশু,কিশোর,মহিলা ও অভিভাবকদেরসমন্বয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।#
0 Comments