টিএ পান্না ॥ বুধবার সকালে ঈশ্বরদী স্টেশনে রাজবাড়িতে প্রকৌশলীকে লাঞ্ছিতকারী দোষীদের গ্রেফতারের দাবিতে, সমাবেশ-মানববন্ধন,ট্রেন অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন,পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী, শিপন মাহমুদ, ঊর্দ্ধতন উপ–-সহকারী প্রকৌশলী ঈশ্বরদী আবু তৌহিদ সুমন,ঊর্দ্ধতন উপ–-সহকারী প্রকৌশলী, বিএম বাকিয়াতউল্লাহ, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন সুপার মহিউল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী দপ্তরের কর্মচারী রোকনুজ্জামান রোকন, আশরাফুল আলম জুয়েল, রফিকুল ইসলাম রফিক,নাসির উদ্দিন ফারুক, মোমিনুল ইসলাম সুজন, শাহনেওয়াজ জুয়েল, জেসমিন আক্তার, লফিতা খাতুনসহ অন্যরা। মানববন্ধন সমাবেশে বক্তারা আল্টিমেটাম ঘোষনা করে বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকৌশলী গৌতম বিশ^াসকে লাঞ্চিতকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ঈশ্বরদী জংশন থেকে ওই রুটে চলাচলকারী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে । পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক এর আওতায় মুজিব শতবর্ষে রাজবাড়ী রেলস্টেশনে উন্নয়ন কাজে বাঁধা দেওয়া রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও ট্রলিম্যান লিখন শেখকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদেরকে গ্রেফতার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ করেছে ঈশ্বরদীতে কর্মরত রেলওয়ে কর্মচারীরা। তারা সকাল নয়টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের দিকে যাওয়া আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী মহানন্দা এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রেলওয়ে কর্মচারীরা।
রেলওয়ে সুত্রে জানা যায়, সোমবার ১২ সেপ্টেম্বর রাজবাড়ী –১ আসনের সাংসদ ও রাজবাড়ী আওয়ামীলীগের সহ–সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে একসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শন করতে ইচ্ছা পোষন করেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশন ইয়ার্ডের সুর্যনগর অভিমুখে ৮৩ নম্বর ব্রীজের ৪নং লুপ লাইনে দাঁড়িয়ে ফেন্সিংয়ের ফ্লাগিং করার জন্য রেল থেকে দুরত্ব পরিমাপ করতে থাকেন। এসময় রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, ভবানীপুর মিলপাড়ার আব্দুল জলিলের ছেলে কাওসারসহ ১০–/১২জন উপস্থিত হন। কাউন্সিলর পলাশ গালিগালাজ করে বলেন, এখানে কোন কাজ হবে না, আমরা রাজবাড়ীতে যা বলব সেটাই করতে হবে। উপস্থিত ট্রলিম্যান লিখন শেখকে পরিমাপের ফিতা ধরা অবস্থায় ধাক্কা দিয়ে রেল লাইনের উপর ফেলে দেয় এবং প্রকৌশলী গৌতম বিশ^াসকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানায়( মামলা নং-১ তাং ১২.০৯.২০২২ ইং) একটি মামলা রেকর্ড করা হয়।
এঘটনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক এর অধিনস্ত পাকশী বিভাগীয় অফিস চত্বরসহ খুলনা-মোংলাপোর্ট,বেনাপোল,ফরিদপুর পর্যন্ত বিভিন্ন স্টেশন এলাকায় ৭’শ৯৭ জন কর্মকর্তা-কর্মচারিরা ট্রেন অবরোধসহ দিনব্যাপি কর্মবিরতি দিয়ে নানা প্রকার কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী/১ নাজিব কায়সার এর অধিনের ৭’শ৯৭ কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক নেতারা দিনব্যাপি কর্মবিরতি করে পাকশী বিভাগীয় অফিস চত্বর,রাজবাড়ী স্টেশন,মোরাকগঞ্জ ও খুলনা স্টেশন চত্বরসহ বিভিন্নস্থানে মানববন্দন,প্রতিবাদ সমাবেশ, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করে অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এসব কর্মসূচিতে বক্তব্য দেন,পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম,ঈশ^রদীর আই ডাব্লিউ আবু তৌহিদ সুমন,শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউসার জামান মামুন, আবুল বাশার,ফরিদুজ্জামানসহ অন্যরা। এসব কর্মসূচিতেও বক্তারা ঘোষনা দেন, সরকারী কাজে বাধা প্রদান এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিত করার সুষ্ঠ বিচার ও আসামি গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি করে বিভিন্ন কর্মসূচি চালানো হবে। #
0 Comments