স্টাফ রিপোর্টার ।। আগামি ১৭ই অক্টোবর পাবনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের নির্বাচনী মত বিনিময় সভা আজ বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি ও সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।
0 Comments