ক্যাপশন ॥ সভাপতির বক্তব্য দেন আওয়ামীলীগনেতা মেজর (অব:) ইমরুল আলম।
এসআই টিটুল , ঈশ্বরদী ॥ দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী বিমান বন্দর পূনরায় চালু,গরীব শিশুদের বিনা খরচে শিক্ষাদানের জন্য মজার স্কুল প্রতিষ্ঠা ও ঈশ্বরদীর কৃষির উন্নয়ন কল্পে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের কলেজ রোডস্থ এক্সক্লুসিভ গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা মেজর (অব:) ইমরুল আলমের বাড়িতে এ সভার আয়োজন করা হয়। সভায় এক্সক্লুসিভ গ্রুপ ও ইমরুল গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) ইমরুল আলমের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ও সাবেক ভিপি খন্দকার শহিদুল আলম পাখি, ঈশ্বরদী পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আবেদীন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত উল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আওয়ামীলীগনেতা মেজর (অব:) ইমরুল আলম বলেন, ঈশ্বরদী বিমান বন্দর পুন: চালুর তদারকি কমিটি কমিটি গঠন করে শীঘ্রই কাজ শুরু করা হবে। একই সাথে তিনি ঈশ্বরদীতে কৃষির উন্নয়ন করে বিশ্বের বুকে দেশের কৃষিপণ্যের অবস্থান সৃষ্টি করা ও আগামি জানুয়ারি থেকে ঈশ্বরদীর গরীব শিশুদের বিনা খরচে শিক্ষাদানের জন্য মজার স্কুল প্রতিষ্ঠা করার ঘোষনা দেন।#
0 Comments