শিরোনাম

10/recent/ticker-posts

 


সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন ওটিটিতে

সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন ওটিটিতে

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

।।

 

চলতি মাসের ২৪ তারিখ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দর্শকপ্রিয় ‘সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন। যেখানে থাকছে সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির ভেতর নতুন আরও কিছু দৃশ্য  চমক। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার বলেই দাবি নির্মাতা রায়হান রাফীর।

 বছরের ঈদুল আজহায় সিনেমাটি হলে মুক্তি পায়। চরকি  আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে ছিলেন তমা মির্জা।

নিশো বলেনযারা নানান কারণে হয়ত হলে গিয়ে সিনেমাটি  দেখতে পারেন নাইতারা এখন চরকিতে দেখার সুযোগ পাচ্ছেনসঙ্গে থাকছে বাড়তি চমক।

তমা মির্জা বলেনচরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। ‘সুড়ঙ্গ’ আমার জন্য বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেয়নি। পরিচালক রায়হান রাফী বলেনদর্শক যেভাবে হলে গিয়ে সুড়ঙ্গ দেখেছেন এখন আশা করছিচরকিতেও দেখবেন। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেনএবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগেই এক্সটেন্ডেট ডিরেকটরস কাট ভার্সনে ‘সুড়ঙ্গ’ ছবিতে চমক কী থাকছে সেটি এখনই প্রকাশ করতে নারাজ সংশ্লিষ্টরা।


Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ