টিএ পান্না ,ঈশ্বরদী ।। 2024 অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ এর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।সবার আগে সোমবার দুপুর ১২টায় তার পক্ষে তার ছোট চাচা লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শরীফসহ নেতৃবৃন্দ এই ফরম সংগ্রহ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট থেকে। এর আগে গত রবিবার বিকেল সোয়া ৪ টায় কেন্দ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আনুষ্ঠানিকভাবে গালিবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ারপর অবসান হয় সকল জল্পনা কল্পনার।পাবনা-৪ আসনে নৌকার মাঝি হন প্রয়াত ভূমিমন্ত্রী, ও সাবেক পাবনা জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি বীরমুক্তিযোদ্ধা, প্রয়াত শামসুর রহমান শরীফের ছেলে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। উল্লেখ্য, রাজনৈতিক পরিবারের সন্তান গালিবুর রহমান শরীফ পিতার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। পিতার মৃত্যুতে পাবনা – ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসন শূন্য হলে তিনি উপনির্বাচনে প্রার্থী হবার জন্য দলের কাছে মনোনয়ন চেয়ে নিরাশ হন। কিন্তু হাল ছেড়ে না দিয়ে মাঠ পর্যায়ে রাজনীতিতে সক্রিয় হন। রাতদিন এক করে ছুটে বেরিয়েছেন ঈশ্বরদী-আটঘরিয়ার গ্রাম-প্রান্তরে । পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের মানুষ। এরই পুরস্কার হিসেবে দলের হাই কমান্ড তাঁর মূল্যায়ন করেছেন। সব কিছু ঠিক থাকলে বলা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন গালিবুর রহমান শরীফ।এদিকে গালিবুর রহমান শরীফ এর সমর্থকরা মনোনয়ন প্রাপ্তিকে প্রাথমিক বিজয় বলেও মনে করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম জানিয়েছেন আজ ঈশ্বরদী থেকে প্রথম মনোনয়ন প্রত্র সংগ্রহ করা হয়েছে নৌকার প্রার্থীর পক্ষে।#
0 Comments