শিরোনাম

10/recent/ticker-posts

বাংলাদেশের ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

টিএ পান্না,রোভিংকরেসপন্ডেন্ট,ঈশ্বরদী,বাংলাদেশ  ।। আরআরপি গ্রুপসহ অন্যান্য উদ্যেগীরা যদি আমার পাশে থাকে তাহলে মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরদীর ক্রীড়া  সাংস্কৃতির উন্নয়নে কাজ করবেন বলে ঘোষনা দিয়েছেন,পাবনা- আসনের এমপি গালিবুর রহমান শরীফ।

গতকাল রাতে স্থিতিমৃত হয়ে যাওয়া ঈশ্বরদীর ক্রীড়াঙ্গন  সাংস্কৃতিকে চাঙ্গা করার লক্ষে ঈশ্বরদীর ইসলামপুর ভুতেরগাড়ি মাঠে আয়োজিত নাইট ফুটবল টুর্ণামেরেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।


আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম,মনসুর আলমের সভাপতিত্বে  শহিদুল হক স্বজলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,নাটোর- আসনের এমপি,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ,ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু


আরআরপি গ্রæপের  পরিচালক রফিকুল আলম রফিক,পরিচালক মামুর রশিদ রেইন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম খান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না  জেলা পরিষদ সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার।

প্রথমে জমকালো আতশবাজি,খেলোয়ারদের সাথে অতিথিদের পরিচিতি  জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার মাঠে পর্দা উন্মোচন করা হয়। এই টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ঈশ্বরদী স্পোর্টিং ক্লাব-- গোলে সার্লিং স্পোর্টি ক্লাবকে পরাজিত করে বিজয় শিরোপা অর্জন  নগদ এক লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।

খেলায় রানার্সআপ দলকেও ট্রপি  নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কিত করা হয়। প্রধান সড়ক থেকে খেলার মাঠ পর্যন্ত ব্যতিক্রমী আলোকসজ্জা  অতিরিক্ত দর্শকদের খেলা দেখানোর জন্য মহিলা গ্যালারী  মূল খেলার মাঠের বাইরে প্রজেক্টরেও খেলা দেখানো ছিল আয়োজকদের আর একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় দশ হাজার নারী পুরুষ দশর্কের অংশ গ্রহণে উত্তেজনাপূর্ণ  খেলার মাঠ সরগরম হয়ে থাকে। উদ্বোধনী খেলা থেকে ফাইনাল এই টুর্ণামেন্ট পর্যন্ত মোট বত্রিশটি দল পর্যায়ক্রমে অংশ নেয়



Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ