শিরোনাম

10/recent/ticker-posts

খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ।। প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ


 

প্রতিনিধি,ঈশ্বরদী,,প্রতি  বছরের ন্যায় পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য ব্যবসায়ি প্রতিষ্ঠান খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী  শিক্ষকদের সম্মানে ইফতার  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( এপ্রিলসন্ধ্যায় খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অঙ্গ প্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে  ইফতার  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং যুগান্তর স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী  মাওলানা হাবিবুল্লাহ কাওছারী বীন হায়দারী' যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেনমান্না সরদার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদারঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্তচেয়ারম্যান আব্দুস সালাম খানঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা

ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টুঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু্যাব ১২ পাবনা (সিপিসি-কোম্পানি কমান্ডার মেজর এহ্তেশামুল হক খানবিশিষ্ট ব্যবসায়ী  এফবিবিসিআইয়ের মেম্বার এমএ আজিজপাবনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহরুল হক পুনোপাবনা জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাসসলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথাসাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানস্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাজাহান আলী পেঁপে বাদশাআওয়ামী লীগ নেতা  স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক কপি বারীস্বর্ণপদক প্রাপ্ত কৃষক আব্দুল জলিল ওরফে লিচু কিতাবঅধ্যাপক স্বপন কুমার কুন্ডুকেএম আবুল বাশারআব্দুল বাতেন সেলিম সরদারসহকারীঅধ্যাপক আবুল হাসেমআতাউর রহমান বাবলুমিশুক প্রধানফরিদুল ইসলামরেজাউল করিম ফেরদৌস , দৈনিক কাল বেলার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুআশরাফুল ইসলাম সবুজ,দেওয়ান সবুজগ্লোবাল টিভি ঈশ্বরদী প্রতিনিধি ইয়াসিন আলী শেখশিশির মাহমুদ সহ মাদ্রাসা  এতিমখানার  শতাধিক শিক্ষার্থীপরিচালকশিক্ষকসাংবাদিক  খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

পরে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা , কেরাতহামদ  নাত প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী  শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও মুনিম তাজওয়ার অসিন ।#

 

 

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ