ঈশ্বরদী থেকে স্টাফ রিপোর্টার জানান।। ঈশ্বরদী স্বপ্নদ্বীপে রাশিয়ান পতাকা দিবসে বর্ণিল আযোজন পাবনাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। রাশিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। ঈশ্বরদীতে রাশিয়ান পতাকা দিবস উদযাপন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দিয়াগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস এন্ড অ্যালমনাই এসোসিয়েশন অব বাংলাদেশ এন্ড ফ্রেন্ডস অব রাশিয়া। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোভিয়েত অ্যালমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ(এসএএবি)এবং ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগীতায় এই অনুষ্ঠানে ঈশ্বরদীর ৪০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক অংশগ্রহন করে।রাশিযার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই এন্ড ফ্রেন্ডস এসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী ও কাউন্সিলর আন্দ্রে স্টারকভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুবলেভা ইউলিনা, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ড. রমিত আজাদ,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: শফিকুল ইসলাম শামীম প্রমূখ। অনুষ্ঠানে রাশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বসূলভ সম্পর্ক নিয়ে বক্তারা বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্থ বন্ধু। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল।সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরী রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে। এ সম্পর্কের ভিত্তিতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়নের পথে। সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত কন্ঠ শিল্পী সোহেল মেহেদী ও মৌমিতা বড়ুয়ার কন্ঠে পরিবেশিত গানে অতিথি ও শিক্ষার্থীরা নৃত্যকরে অন্যান্য ধর্শকদের মাতিয়ে তোলেন। অতিথিরা হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঈশ্বরদী আসার পর বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, ফুলেরতোড়া দিয়ে অভ্যর্থনা জানান।#
0 Comments