অষ্টম
শ্রেণীর ছাত্র মোঃ আবির হাসান শ্রাবন(১৩) পিতা-আশরাফুল হোসেন,মাতা শামসুন্নাহার,গ্রাম-মহিষালবাড়ি,
২ নং ওয়ার্ড /ইউনিয়ন,থানা গোদাগাড়ি,জেলা রাজশাহী হারিয়ে গেছে। গায়ের রং ফর্সা,মুখমন্ডল
লম্বাটে,মাথার চুল ছোট,পড়নে সুতি সাদা প্রিন্টের হাফহাতা শার্ট ও কালো জিন্সের প্যান্ট
পড়ে মোঃ আবির হাসান শ্রাবন গত ০৭/০৯/২০২৪ ইং তারিখ বিকেল আনুমানিক চার ঘটিকার সময় বাড়ি
থেকে লাল রংয়ের ছোট বাই সাইকেল চালিয়ে কোচিং করার জন্য বের হয়। এরপর সে বাড়িতে ফিরে
না আসায় আত্নীয়স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোজ করেও তাকে পাওয়া যায়না। এ কারণে অদ্য
০৮/০৯/২০২৪ ইং তারিখে গোদাগাড়ি থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন মোঃ আব্দুল্লাহ। ডাইয়েরী
নং-৩৮৮ তাং-০৮/০৯/২০২৪ ইং। কোন স্বহৃদয় ব্যক্তি মোঃ আবির হাসান শ্রাবনের সন্ধান পেলে মোবাইল -০১৭৩০-২৪০১৮৩ নম্বরে যোগাযোগ
করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।#
0 Comments