শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীতে দুই চেয়ারম্যানের স্মরণসভা অনুষ্ঠিত

 

শামীম উদ্দিন  ।। ঈশ্বরদীতে সাবেক দুই চেয়ারম্যানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত  হাক্কে মন্ডলের বাড়ি চত্বরে সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেন ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান ভিপি রাজুর রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান আজাদ। 

সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডলের সভাপতিত্বে বিএনপি নেতা ফাইসাল মেম্বর,বিএনপিনেতা আব্দুল জলিল এজেড,জাহিদুল ইসলাম পাতা,জুলহাস উদ্দিন,ডাক্তার সাজদার রহমান ও  অধ্যক্ষ আরজাহান আলীসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজী,দলবাজী ও বিএনপিকে বিভক্তকারীদের হুশিয়ার করে বলেন, বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন সকলে মিলে তাকে বিজয়ী করার অঙ্গিকার করেনতারা। পরে প্রয়াত দুই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ